দৌলতদিয়া ঘাটে ৮ শতাধিক গাড়ি ফেরী পারের অপেক্ষায়

মইনুল হক মৃধা || ২০২১-০৮-১৩ ১৩:০৯:০৭

image

বাংলাবাজার-শিমুলিয়া রুটে পন্যবাহী ফেরী চলাচলের নিষেধাজ্ঞার কারণে রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরী ঘাটে পণ্যবাহী গাড়ির চাপ বেড়েছে। গত বুধবার থেকে গণপরিবহন চলাচল শুরু করায় ঘাট এলাকায় যানবাহনের সংখ্যা বৃদ্ধি পায়। গতকাল ১২ই আগস্ট দেখা যায়, দৌলতদিয়া ফেরী ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের বাংলাদেশ হ্যাচারীজ পর্যন্ত ৪ কিঃ মিঃ এলাকায় প্রায় ৪০০ পন্যবাহী ট্রাক ফেরী পারের জন্য অপেক্ষা করছে। অন্যদিকে পুলিশ ঘাট এলাকায় যানজট কমাতে দৌলতদিয়া ঘাট থেকে সাড়ে ১৩ কিঃ মিঃ দূরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে আহলাদিপুর জুট মিল পর্যন্ত ৪ কিঃ মিঃ এলাকায় ৪০০ শতাধিক অপচনশীল পণ্যবাহী ট্রাক ও কার্ভাড ভ্যানকে সারিবদ্ধভাবে আটকে রেখেছে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com