আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা

চঞ্চল সরদার || ২০২১-০৮-১৩ ১৩:১০:২৫

image

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গতকাল ১২ই আগস্ট সকালে আলাদিপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

  জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ বক্তব্য রাখেন। 

  এ ছাড়াও সভায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক গৌতম চন্দ্র দে বক্তব্য রাখেন। আলোচনা সভায় উপস্থাপনা করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আতাহার আলী।

  বক্তারা বলেন, যে কোন দেশের আর্থ সামাজিক উন্নয়নে মূল চালিকা শক্তি হচ্ছে সেই দেশের কর্মক্ষম জনশক্তি। আর এ জনশক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে দেশের যুব সমাজ। যুব সমাজই একটি দেশের চালিকা শক্তি। যদি এই যুব সমাজকে কাজে লাগানো যায় তাহলেই এই দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে। যুব সমাজ যাতে বেকার না থাকে তারই ধারাবাহিকতায় যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে যাচ্ছে। যুবরা যাতে নিজেদের কর্মসংস্থান নিজেরাই তৈরি করতে পারে সেই প্রশিক্ষণ এখানে দেওয়া হচ্ছে। এতে করে বেকারের যে সমস্যা রয়েছে সেটা থাকবে না। তাই চাকরির পিছে না ঘুরে একজন যুবক এখানে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হতে পারে বলে তারা বলেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com