মুজিববর্ষ উপলক্ষে জাতীয় শোক দিবসে আজ ১৫ই আগস্ট রাজবাড়ী জেলার ১০টি হতদরিদ্র পরিবারের জীবিকা নির্বাহের জন্য জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে ১০টি ভ্যান গাড়ি বিতরণ করা হবে।
এ বিষয়ে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, মুজিবর্ষ উপলক্ষে জেলায় যারা কর্মহীন রয়েছে আমরা তাদের কাজের সুযোগ করে দেওয়ার জন্য ধাপে ধাপে তাদের মাঝে জীবিকার উপকরণ বিতরণ করে যাচ্ছি। বঙ্গবন্ধু চেয়েছিলেন ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত একটা সোনার বাংলাদেশ হবে। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী একদিকে যেমন গৃহহীনদের ঘর দিয়েছেন। তেমনি যারা বেকার রয়েছে তাদেরকে ও বিভিন্ন ভাবে কাজের সুযোগ করে দিচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরাও রাজবাড়ীতে কর্মহীন মানুষের কাজের জন্য ভ্যান গাড়ি, রিক্সা ও সেলাই মেশিন বিতরণ করছি।
তিনি আরো বলেন, ভবিষ্যতেও দরিদ্রদের মাঝে জীবিকা নির্বাহের উপকরণ বিতরণ করা হবে।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এনডিসি সাইফুল হুদা বলেন, আজ ১৫ই আগস্ট শোক দিবসে জেলা প্রশাসনের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ শেষে দরিদ্রদের জীবিকা নির্বাহের জন্য ১০টি ভ্যান গাড়ি বিতরণ করা হবে।
উল্লেখ্য, জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে গত ২০শে জুলাই জেলার ২০টি হতদরিদ্র পরিবারের জীবিকা নির্বাহের জন্য ১৬টি ভ্যান গাড়ি ও ৪টি রিক্সা, গত ২৯শে মে ২৫টি পরিবারের মাঝে ১১টি ভ্যান গাড়ি, ১০টি সেলাই মেশিন ও ৪টি রিক্সা এবং এরআগে ১২জনের মধ্যে রিক্সা বিতরণ করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com