জাতীয় শোক দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের কর্মসূচী

স্টাফ রিপোর্টার || ২০২১-০৮-১৪ ১৪:৪৫:৪৪

image

আজ ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি পালন উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭দিনব্যাপী কর্মসূচী গ্রহণ করেছে। যা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। 

  কর্মসূচি তার মধ্যে রয়েছে- ৯ই থেকে ১২ই আগস্ট জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ ও আবৃত্তি প্রতিযোগিতা, এরপর ১২ থেকে ১৫ই আগস্ট  সকল শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে জাতীয় শোক দিবসের পোস্টার স্থাপন ও গৃহীত বিভিন্ন কর্মসূচি প্রচারের ব্যবস্থা গ্রহণ, ১৩ থেকে ১৪ই আগস্ট অনলাইনভিত্তিক বঙ্গবন্ধুর স্মারক বক্তৃতামালা, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুর উপর আলোকচিত্র ও চারুকলা প্রদর্শনীর, ১০ থেকে ১৪ই আগস্ট ভান্ডারিয়া ছিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসায় বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদাতবরণকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ১শত বার কোরআনখানী, এছাড়াও আজ ১৫ই আগস্ট শোক দিবসের দিনে সূর্যোদয়ের সাথে সাথে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, সকাল ৯টায় জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল ১০টায় সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ। বেলা সাড়ে ১১টায় অফিসার্স ক্লাবে মুজিববর্ষ উপলক্ষে অসহায় মানুষের মাঝে ভ্যান বিতরণ করা হবে, এরপর বাদ আছর ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় ও সকল মসজিদে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত, আলোচনা সভা ও মিলাদ মাহফিল ও সকল মন্দির-গির্জায় প্রার্থনা, একই দিনে দুপুর ২টায় এতিমখানায় ও সরকারী শিশু পরিবারের শিশুদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। 

  এছাড়াও সুবিধামতো ভার্চুয়ালি সরকারী-বেসরকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, বঙ্গবন্ধুর নামে কবিতা পাঠ, রচনা ও চিত্রাস্কন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হামদ-নাত ও দোয়া মাহফিল আয়োজন করবে। এ ছাড়াও ১৪ থেকে ১৬ই আগস্ট জেলার গুরুত্বপূর্ণ স্থানে বঙ্গবন্ধুর উপর তথ্যচিত্র প্রদর্শনী।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com