বালিয়াকান্দিতে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী পালিত

তনু সিকদার সবুজ || ২০২১-০৮-১৫ ১৫:৩৩:০৫

image

যথাযোগ্য মর্যাদায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

  এ উপলক্ষে গতকাল ১৫ই আগস্ট সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে  উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, বালিয়াকান্দি থানা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা ভূমি অফিস, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন, অফিসার্স ক্লাবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন পুষ্পমাল্য অর্পন করে।

  পুষ্পমাল্য অর্পন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার প্রতি শান্তিকামনা করে দোয়া করা হয়।

  সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

  উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান মোল্লা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাফিন জব্বার প্রমুখ বক্তব্যে রাখেন।

  আলোচনা সভা শেষে শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com