রাজবাড়ী জেলা বিচার বিভাগের পক্ষ থেকে জাতির পিতাকে শ্রদ্ধাভরে স্মরণ

স্টাফ রিপোর্টার || ২০২১-০৮-১৫ ১৫:৪৭:০২

image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে রাজবাড়ী জেলা বিচার বিভাগের বিচারকবৃন্দ।

  গতকাল ১৫ই আগস্ট সকাল সাড়ে ১১টায় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানার নেতৃত্বে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শারমিন নিগার, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভূইয়াসহ জেলা জজশীপ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসীর অন্যান্য বিচারকবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির পিতাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

  পরে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত এবং ৩শতাধিক এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com