রাজবাড়ীতে নতুন আরো ৯৫জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার || ২০২১-০৮-১৫ ১৫:৪৯:১৬

image

রাজবাড়ী জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৯৫জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৯ শত ২৬ জন। 

  গতকাল ১৫ই আগস্ট রাতে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, গত ১৪ ও গতকাল ১৫ই আগস্ট র‌্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমে ২০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৩৩ জনের করোনা পজিটিভ। 

  এরমধ্যে সদর উপজেলার ১৯জন, পাংশার ৫জন, কালুখালীর ৩জন, বালিয়াকান্দির ১জন ও গোয়ালন্দ উপজেলার ৫জনের শরীরে করোনা শনাক্ত হয়। 

  এছাড়াও  গত ১১ ও ১২ই আগস্ট আরটি পিসিআরের ২৪১টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। আজকে তাদের রিপোর্ট হাতে পেয়েছি। তার মধ্যে ৬২ জনের করোনা পজিটিভ। 

  উল্লেখ্য, গত ২০২০ সালের ৭ই এপ্রিল রাজবাড়ী জেলাতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তারপর থেকে গতকাল ১৫ই আগস্ট পর্যন্ত এ জেলাতে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৯ শত ২৬ জন। তার মধ্যে সুস্থ হয়েছে ৮ হাজার ৫ শত ৫৬ জন। মৃত্যু হয়েছে ৭৮ জনের।

  করোনা শুরু থেকে গতকাল ১৫ই আগস্ট পর্যন্ত ৩৬ হাজার ২ শত ১৪ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে আরটি পিসিআরে ২৫ হাজার ৬ শত ২৮ জনের এবং র‌্যাপিড অ্যান্টিজেন্টের মাধ্যমে ১০ হাজার ৫ শত ৮৬ জনের নমুনা পরীক্ষা করে ৯  হাজার ৯  শত  ২৬ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়। 

  করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছে ১ হাজার ২৫৯ জন। হাসপাতালে ভর্তি আছে ৪১ জন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com