বালিয়াকান্দিতে যুবলীগ-ছাত্রলীগের স্বেচ্ছাসেবীদের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ দিলেন এমপি পুত্র মিতুল

তনু সিকদার সবুজ || ২০২০-০৬-১৬ ২১:৫৭:০৪

image

আক্রান্তদের সহায়তাসহ করোনা প্রতিরোধে কাজ করার জন্য বালিয়াকান্দি উপজেলার যুবলীগ-ছাত্রলীগের স্বেচ্ছাসেবীদের স্বাস্থ্য সুরক্ষা উপকরণ প্রদান করেছেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের ছেলে ও জেলা আওয়ামী লীগের সদস্য আশিক মাহমুদ মিতুল।
  গতকাল ১৬ই জুন দুপুরে বালিয়াকান্দি সরকারী কলেজের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে তিনি যুবলীগ-ছাত্রলীগের স্বেচ্ছাসেবীদের মধ্যে এই স্বাস্থ্য সুরক্ষা উপকরণ(মাস্ক, গগলস, ফেস শিল্ড, হ্যান্ড স্যানিটাইজার, স্প্রে মেশিন ইত্যাদি) বিতরণ করেন। 
  এ সময় বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  মনিরুজ্জামান মনির, পাংশা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি দিপক কুমার কুন্ডু, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মজনু, বালিয়াকান্দি উপজেলা যুবলীগের আহ্বায়ক রাসেল খান রিজু, যুগ্ম-আহ্বায়ক শফিকুর রহমান তুহিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনিছুর রহমান আনিছ, সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ মন্টুসহ উপজেলার ৭টি ইউনিয়নের যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
  স্বাস্থ্য সুরক্ষা উপকরণগুলো বিতরণকালে আশিক মাহমুদ মিতুল হাকিম যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, করোনা পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী দিক-নির্দেশনা দিয়ে যাচ্ছেন। আমরা সেই দিক-নির্দেশনা মেনে কাজ করছি। যেহেতু বালিয়াকান্দি উপজেলায় করোনা সংক্রমণের সংখ্যা বেশী সেহেতু  আক্রান্তদের বাড়ীতে বাড়ীতে গিয়ে তাদের খোঁজ-খবর নিতে হবে। সার্বিক সহযোগিতা করতে হবে। এছাড়া রেড জোন ও লকডাউন বাস্তবায়ন ব্যাপারে স্থানীয় প্রশাসনকে সহায়তাসহ সাধারণ মানুষদের মাস্ক পরিধান ও স্বাস্থ্য বিধি মেনে চলার ব্যাপারে উদ্বুদ্ধ করতে হবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com