মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি করায় রাজবাড়ীর আরাফাত ট্রেডার্সকে ৩০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার || ২০২১-০৮-২২ ১৪:৩৯:১১

image

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে রাজবাড়ী বাজারের কাঁচা বাজার আড়ত সংলগ্ন মেসার্স আরাফাত ট্রেডার্সে মেয়াদ উত্তীর্ণ কীটনাশন বিক্রি করার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

  গতকাল ২২শে আগস্ট বিকাল ৫টায় অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম বলেন, রাজবাড়ী শহরের কাঁচা বাজারের আড়ত সংলগ্ন মেসার্স আরাফাত ট্রেডার্সে মেয়াদ উত্তীর্ণ কীটনাশন ও ফসলে ব্যবহৃত মেয়াদ উত্তীর্ণ অন্যান্য উপাদানের প্যাকেটে কেটে পুনরায় বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৫১ ধারায় ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

  এছাড়া কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রি থেকে বিরত থাকার জন্য বলা হয়। এ অভিযানে সদর থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com