বালিয়াকান্দিতে ৫হাজার মিটার অবৈধ চায়না ধোয়ারী জাল পুঁড়িয়ে ধ্বংস

বালিয়াকান্দি প্রতিনিধি || ২০২১-০৮-২৩ ১৪:১২:০০

image

মৎস্য আইন বাস্তবায়নে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে গতকাল সোমবার সকালে উপজেলার জঙ্গল ইউনিয়নের পুরান ঘুরঘুলিয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৫হাজার মিটার অবৈধ চায়না ধোয়ারী জাল উদ্ধার করে ১৯৫০ সালের মৎস্য সংরক্ষণ আইনে জনসম্মুখে আগুনে পুঁড়িয়ে ধ্বংস করা হয়।

  উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানার নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নাফসহ মৎস্য দপ্তরের কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com