বালিয়াকান্দি উপজেলায় মাসব্যাপী ড্রাইভিং ও যুব নারীদের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

আতিয়ার রহমান আতিক || ২০২১-০৮-২৩ ১৪:১২:৩০

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা পরিষদের আয়োজনে গতকাল সোমবার সকালে গ্রামীণ আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ড্রাইভিং ও বেকার যুব নারীদের ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

  উপজেলা পরিষদ হল রুমে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে ২০ জন যুবককে এক মাস ড্রাইভিং প্রশিক্ষণ ও ২০জন বেকার যুব নারীদের ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা। 

  জাইকা প্রকল্পের প্রতিনিধি নাজিউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাসিনা ফাহমিদা বানু প্রমুখ। 

  অনুষ্ঠানে আলোচনা সভা শেষে যুবক ও যুব নারীদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com