শিশু সাহিত্যিক কবি স.ম. শামসুল আলমের ৫৯তম জন্মদিন আজ

মোক্তার হোসেন || ২০২১-০৮-২৪ ১৪:২৫:০২

image

আজ ২৫শে আগস্ট কবি, শিশু সাহিত্যিক, শিশুসংগঠক ও গীতিকবি স.ম. শামসুল আলমের ৫৯তম জন্মদিন। 

  ১৯৬২ সালের এইদিনে তিনি রাজবাড়ী জেলার কালুখালী উপজেলাধীন মৃগী ইউপির শিকজান গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। গল্প, উপন্যাস, কবিতা, ছড়া, শব্দরম্য, কলাম, নাটক, গান ইত্যাদি মিলিয়ে এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৭৫। উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে- ‘আমার বঙ্গবন্ধু’, ‘বঙ্গবন্ধুসমগ্র’, ‘জনকের মুখ’, ‘ছন্দানন্দে বঙ্গবন্ধু’, ‘স্বাধীনতা ভালোবাসি’, ‘কিশোরসমগ্র’, ‘ছড়াসমগ্র’, ‘গদ্যগান’, ‘সমকলম’, ‘সমকবিতা’ প্রভৃতি।

  জানা যায়, স.ম. শামসুল আলম ১৯৭৯ সাল থেকে লেখালেখি শুরু করেন। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সাহিত্যে ও শিশু সাহিত্যে অবদানের জন্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে অতীশ দীপঙ্কর গবেষণা পরিষদ কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা সম্মাননা-২০১৪, শিশুসাহিত্যিক মোহাম্মদ নাসির আলী পদক-২০১৭, ভারতের চোখ পত্রিকা কর্তৃক অন্নদাশঙ্কর রায় স্মারক পুরস্কার-১৪২৬, কবি ওমর আলী সাহিত্য পদক-১৪২২, শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি পদক-২০১৬, বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি কর্তৃক মায়ের অলংকার গ্রন্থের জন্য কিশোরকবিতা সম্মাননা-২০১৬, মহাত্মা গান্ধী পীস এ্যাওয়ার্ড-২০১৬ প্রভৃতি। স.ম. শামসুল আলম ঢাকার শিশু কিশোর সংগঠন আনন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com