রাজবাড়ী ক্লাবেব উদ্যোগে ৪জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

চঞ্চল সরদার || ২০২১-০৮-২৫ ১৫:০৯:৫৮

image

রাজবাড়ী ক্লাবের উদ্যোগে গতকাল ২৫শে আগস্ট বেলা ১১টায় অসচ্ছল মেধাবী ৪জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

  এ উপলক্ষে রাজবাড়ী শহরের পান্না চত্বরের মক্তব পৌর সুপার মার্কেটের ৩য় তলায় রাজবাড়ী ক্লাবের কার্যালয়ে ৪জন শিক্ষার্থীকে এককালীন ৬হাজার টাকার বৃত্তির চেক প্রদান করা হয়। 

  রাজবাড়ী ক্লাবের অন্যতম সদস্য আসাদুজ্জামান লাবু’র সভাপতিত্বে ও ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রফিকুজ্জামান সেলিমের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে রাজবাড়ী ক্লাবের সাধারণ সম্পাদক কাজী হেফাজত আলী টিটু, রাজবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম খান ও রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রান কৃষ্ণ সাহা বক্তব্য রাখেন।

  এ সময় রাজবাড়ী ক্লাবের সদস্য মোঃ হাসানুজ্জামান সোহেল, ফিরোজ আলম ও মোঃ রশিদুজ্জামান দুলাল উপস্থিত ছিলেন। 

  অনুষ্ঠানে রাজবাড়ী ক্লাবের সাধারণ সম্পাদক কাজী হেফাজত আলী টিটু বলেন, এই সংগঠনের মাধ্যমে আমরা সমাজের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছি। বিশেষ করে যে সকল অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থী অর্থের অভাবে পড়ালেখা করতে পারছে না আমরা এই ক্লাবের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়াবো। যাতে অর্থের অভাবে মেধাবীদের লেখাপড়া বন্ধ না হয়। এই সংগঠনে সবসময় অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকবে। 

  শিক্ষকরা বলেন, রাজবাড়ী ক্লাব অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে যে বৃত্তি প্রদান করছে এটা সত্যিই খুবই ভালো উদ্যোগ। এই করোনা মহামারির মধ্যে অনেক শিক্ষার্থী আর্থিক সংকটে রয়েছে তাদের পাশে এই সংগঠন দাঁড়ানোর কারণে আমরা তাদের ধন্যবাদ জানাই। 

  বৃত্তিপ্রাপ্তরা হলো ঃ রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের ছাত্র আহাদ হাসান নিবির, কাজী হেদায়েত হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আকাশী আক্তার, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মুনিকা কর্মকার ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী কল্পনা আক্তার। 

  এবার ৪জন মেধাবী শিক্ষার্থীর বৃত্তির অর্থ দিয়েছে প্রয়াত গণপরিষদ সদস্য কাজী হেদায়েত হোসেনের পক্ষে তার সন্তান কাজী হেফাজত আলী টিটু ও ওয়াজেদ আলীর পক্ষে তার সন্তান মাহমুদুন্নবী টুটুল। এছাড়াও কানাডার প্রবাসী পায়েন্দা তাসলিম ২জন শিক্ষার্থীকে বৃত্তির জন্য অর্থ দিয়েছে।

  ক্লাব সূত্র জানায়, বৃত্তিপ্রাপ্ত অসচ্চল শিক্ষার্থীদের প্রতিমাসে ১হাজার টাকা করে ১বছরে মোট ১২হাজার টাকা বছরে ২বার প্রদান করা হবে। 

  উল্লেখ্য, এ পর্যন্ত রাজবাড়ী ক্লাবের উদ্যোগে মেধাবী ৯ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com