গোয়ালন্দ উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে ১টি অক্সিজেন সিলিন্ডার প্রদান

মইনুল হক মৃধা || ২০২১-০৮-২৯ ১৪:২৩:২৮

image

“শেখ হাসিনাই রূপকার, পল্লী সঞ্চয় ব্যাংক উপহার” এই শ্লোগানকে সমনে রেখে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে করোনা আক্রান্ত রোগীদের সহায়তায় পল্লী সঞ্চয় ব্যাংক গোয়ালন্দ শাখার উদ্যোগে গতকাল ২৯শে আগস্ট সকাল ১০টায় গোয়ালন্দ উপজেলা ভূমি অফিস প্রাঙ্গন থেকে ১টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।

  গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ চন্দন কুমার ঘোষ ও উপ-সহকারী মেডিকেল অফিসার ডাঃ মোঃ জাকির হোসেনের কাছে উপহারের ১টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ রফিকুল ইসলাম ও গোয়ালন্দ পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক খান মোঃ তৌহিদুল ইসলাম। এ সময় ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com