রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদের মাসিক সভা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা গতকাল ২৯শে আগস্ট উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বেলা সাড়ে ১১টায় প্রথমে উপজেলা পরিষদের মাসিক সভা এবং পরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মাদ আলী, পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী মাস্টার, পাংশার এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল বিশ্বাস, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, পাংশা মডেল থানার এসআই হিরু বড়ুয়া, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আব্দুল আলীম, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান ইমান আলী সরদার, মৌরাট ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান প্রামানিক, যশাই ইউপির চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, পাট্টা ইউপির চেয়ারম্যান আব্দুর রব বিশ্বাস, শরিসা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার, কশবামাজাইল ইউপির চেয়ারম্যান কামরুজ্জামান খান, মাছপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আকবর আলী ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com