বালিয়াকান্দিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

তনু সিকদার সবুজ || ২০২১-০৮-৩০ ১৪:২৩:৩৬

image

“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
  গত ২৯শে আগস্ট বেলা ১১টায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ও উপজেলা কৃষক প্রশিক্ষণ কক্ষে এই জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়।
  উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ।
  বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম।
  অন্যান্যদের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা (চঃদাঃ) আব্দুল মান্নাফ, মৎস্য চাষী ও ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন খান, সহকারী মৎস্য কর্মকর্তা রবিউল হক ও ক্ষেত্র সহকারী মোঃ রাওফুর মোরসালিন প্রমুখ বক্তব্য রাখেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com