কালুখালীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভানুষ্ঠিত

রাকিবুল ইসলাম || ২০২১-০৮-৩০ ১৪:২৫:১৫

image

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাজবাড়ী জেলার কালুখালীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
  এ উপলক্ষে গতকাল ৩০শে আগস্ট বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কালুখালী শাখার আয়োজনে শ্রী শ্রী রাঁধা মদন মোহন মন্দিরে বেলা ১২টায় পূজা উদযাপন পরিষদ কালুখালী শাখার সভাপতি রনজয় কুমার বসুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ ইসমাইল হোসেন ও অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান বক্তব্য রাখেন।
  এ সময় রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তনয় চক্রবর্তী শম্ভু, রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মল কুমার সাহা, সহকারী অধ্যাপক দ্বিবাকর গোস্বামী, পূজা উদযাপন পরিষদ কালুখালী শাখার সাধারণ সম্পাদক যাদব কুমার দত্ত, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কালুখালী শাখার সভাপতি রাম প্রসাদ সাহা, সাধারণ সম্পাদক মানিক দাস ও পুরোহিত গোপাল গোস্বামীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com