‘মৃত্যুর আগে হতদরিদ্র প্রবীণ দম্পতি ভালো ঘরে থাকতে চায়’ এই শিরোনামে গতকাল ২রা সেপ্টেম্ব^র রাজবাড়ীর বহুল প্রচারিত দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকায় প্রকাশিত সচিত্র সংবাদটি জেলা প্রশাসকের নজরে আসে।
এ বিষয়ে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে তিনি অসহায় পরিবারটিকে সব ধরনের সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।
এদিকে জেলা প্রশাসকের নির্দেশে গতকাল ২রা সেপ্টেম্বর বিকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এনডিসি সাইফুল হুদা হতদরিদ্র প্রবীণ দম্পতির বাড়িতে গিয়ে তাদের খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেন।
এনডিসি সাইফুল হুদা বলেন, দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকায় প্রকাশিত নিউজ জেলা প্রশাসকের নজরে এসেছে। জেলা প্রশাসকের নিদের্শে আমি প্রবীণ আকবর আলী দম্পতির বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী- চাল, ডাল, তেল, আলু, ডিম, লবণ, পিঁয়াজ, সাবানসহ নগদ অর্থ প্রদান করেছি।
তিনি আরো বলেন, প্রবীণ আকবর আলী বেপারী দম্পতির সাহায্য সহযোগিতা করাসহ তার ওই জমিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ঘর তৈরি করে দেওয়া হবে। এছাড়াও আকবর আলী বেপারীর নামে বন্ধ থাকা বয়স্ক ভাতার কার্ডটি চালুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এনডিসি সাইফুল হুদা।
উল্লেখ্য, রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কাকিলাদাই গ্রামে প্রবীণ মোঃ আকবর আলী বেপারী(৯০) ও রিজিয়া খাতুন(৭৫) দম্পতির বসবাস। আকবর আলী বেপারী একসময় কৃষি শ্রমিক হিসেবে কাজ করে সংসার চালালেও প্রায় ৩বছর যাবত বয়সের ভারে ও নানা রোগে সেই কাজ করতে তিনি আর পারছে না। বর্তমানে তারা মানবেতর জীবন যাপন করছে। তাদের কোন ছেলে সন্তান নেই। একমাত্র মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় স্বামীর বাড়িতে থাকে। পরিবারে কর্মজীবি কেউ না থাকায় খাদ্যের অভাবে আমাদের বাড়িতে রান্না হয়না। অন্য বাড়ি থেকে খাবার এনে তাদের খেতে হয়। এই করোনা মহামারিতে তাদেরকে কেউ কোন রকম সাহায্য করে নাই বলে তিনি জানান।
রিজিয়া খাতুন বলেন, আমাদের থাকার ঘরটা বিভিন্ন জায়গা থেকে ভেঙে ভেঙে পড়ছে। এই ঘরটি নতুন করে তৈরি করা দরকার। কিন্তু সেই টাকা আমাদের নেই। আমরা বৃষ্টির মধ্যে ভিজে এই ঘরে থাকি। যখনই বৃষ্টি নামে তখনি আমরা ঘরে থেকেও পানিতে ভিজে যাই। ঘরের সমস্যা তো আছেই তার মধ্যে খাবারের সমস্যাও আছে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার অনেক অসহায় ও দরিদ্র মানুষকে জমি, ঘর ও টিনসহ অনেক কিছুই দিয়েছে। কিন্তু আমরা পাইনি। সরকারসহ রাজবাড়ীর প্রশাসনের কাছে দাবি, আমাদের থাকার জন্য টিন দিয়ে একটি ভালো ঘর তুলে দিক ‘মৃত্যুর আগে যেন, সেই ঘরে শুয়ে থেকে যেতে পারি’।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com