ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজবাড়ী শহরের ডাঃ আবুল হোসেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গাজী রুমা নাসরিন(৪২) মারা গেছেন।
গতকাল ২রা সেপ্টেম্বর সকাল ৮টায় ঢাকার সমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রুমা নাসরিনের বাড়ি রাজবাড়ী শহরের ২নং বেড়াডাঙ্গায়। তাঁর স্বামী নাজমুল আলম চৌধুরী শহরের অংকুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক। নাজমুল-রুমা দম্পতির এক ছেলে সন্তান আছে।
রুমা নাসরিনের ভাই গাজী আহসান হাবীব বলেন, ছেলের ভর্তি পরীক্ষার জন্য রুমা কয়েকদিন আগে ঢাকাতে যায়। ঐ সময় সে ডেঙ্গুতে আক্রান্ত হয়। পরে সে রাজবাড়ীতে চলে আসে। রাজবাড়ীতে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিল। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে ৩দিন আগে ঢাকার সমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার ক্রমেই অবনতি হতে থাকে। পরে তাকে লাইফ সাপোর্টে রাখা হলে আজ সকাল ৮টায় সে মারা যায়।
ডাঃ আবুল হোসেন কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতিয়ার রহমান বলেন, রুমা নাসরিনের অকাল মৃত্যুতে ডাঃ আবুল হোসেন কলেজ পরিবার গভীরভাবে শোকাহত।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com