করোনায় আক্রান্ত হয়ে সদ্য প্রয়াত রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুরে মন্টেসওরি ট্যালেন্ট কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ সুবাস কুমার বকশির পরিবারকে আর্থিক সহযোগিতা করেছে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন।
গত ২রা সেপ্টেম্বর দুপুরে প্রয়াত অধ্যক্ষ সুবাস কুমার বকশির স্ত্রী সাথী সরকারের হাতে এ আর্থিক সহযোগিতা তুলে দেন বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব মিজানুর রহমান ও সিঙ্গা নিজাতপুর প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ দেলোয়ার হোসেন।
এ সময় মন্টেসওরি ট্যালেন্ট কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক আলাউদ্দিন আহমেদ, হক প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ জহিরুল হক, প্রজাপতি মডেল কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা রুবেল শেখ, নিউ সানরাইজ কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা আবু বক্কর ছিদ্দিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে শিক্ষানুরাগী সুবাস কুমার বকশি গত ১৪ই জুলাই মৃত্যুবরণ করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com