সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টে মেজবাউল করিম রিন্টু স্পোটিং ক্লাব বিজয়ী

স্টাফ রিপোর্টার || ২০২১-০৯-০৩ ১৪:১৪:৫৯

image

রাজবাড়ী সদর উপজেলার সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের আয়োজনে গতকাল ৩রা সেপ্টেম্বর বিকালে সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে মেজবাউল করিম রিন্টু স্পোটিং ক্লাব ও বন্ধু একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 

  খেলার নির্ধারিত সময়ে মেজবাউল করিম রিন্টু স্পোটিং ক্লাব ১১-১ গোলে বন্ধু একাদশকে পরাজিত করে বিজয়ী হয়। খেলায় মেজবাউল করিম রিন্টু স্পোটিং ক্লাবের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয় আদর, সর্বোচ্চ গোলদাতা সিয়াম ও সেরা গোল রক্ষক সাকিব। 

  প্রধান অতিথি হিসেবে রাজবাড়ীর পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু ও বিশেষ অতিথি হিসেবে সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরষ্কার হিসেবে ট্রফি ও ম্যাডেল তুলে দেন। এ সময় ফারুক উদ্দিন ও সাদমান সাকিব রাফিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com