রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্বাস্থ্য বিধি অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে ৩জনের জরিমানা

তনু সিকদার সবুজ || ২০২০-০৬-১৯ ০৫:৫৩:৫৯

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় স্বাস্থ্য বিধি না মেনে ব্যবসা পরিচালনা এবং মাস্ক না পরার দায়ে ২জন ব্যবসায়ী ও ১জন পথচারীসহ ৩জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 
  গতকাল ১৮ই জুন দুপুরে সেনা সদস্যদের সহযোগিতায় উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম আবু দারদা নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজার ও সোনাপুর বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 
  এ সময় স্বাস্থ্য বিধি না মেনে ব্যবসা পরিচালনার দায়ে ২জন ব্যবসায়ীকে এবং মাস্ক না পরে বাজারে ঘুরাফেরার দায়ে ১জন পথচারীকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মোট ৭ হাজার ৪৫০টাকা জরিমানা করা হয়।
  এ ব্যাপারে সহকারী কমিশনার(ভূমি) এস. এম আবু দারদা বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নিয়মিত এ ধরণের অভিযান পরিচালনা করা হবে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com