রাজবাড়ীর ৬শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান খুলতে শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে

সোহেল মিয়া || ২০২১-০৯-০৭ ১৪:২২:০৬

image

করোনা পরিস্থিতিতে দেড় বছরেরও বেশী সময় ধরে বন্ধ থাকা সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগামী ১২ই সেপ্টেম্বর থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

  এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে তা পাঠদানের উপযোগী করার জন্য কিছু নির্দেশনাও দিয়েছে সরকার। সরকারের নির্দেশনাগুলো বাস্তবায়নের জন্য কাজ করছে রাজবাড়ীর জেলা প্রশাসনসহ শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ। শিক্ষার্থীদের বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছেন স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। যাতে সঠিক সময়েই সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেন তারা।

  রাজবাড়ী জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৫টি উপজেলাতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের মোট ৬৫২টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে ৪১৯টি প্রাথমিক বিদ্যালয়, ১৫০টি মাধ্যমিক বিদ্যালয়, ৭০টি মাদ্রাসা ও ১০টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। ৬৫২টির মধ্যে ৬২২টি শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করলেও বাকী ৩০টির পাঠদান চলা নিয়ে অনিশ্চিত রয়েছে। ওই ৩০টির মধ্যে ২১টি বিদ্যালয় পানিবন্দী ও ৯টিতে বন্যাদুর্গতদের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

  সরেজমিনে বালিয়াকান্দি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আমতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে পাঠদানের উপযোগী শ্রেণী কক্ষ তৈরী করে শিক্ষার্থীদের বরণ করে নিতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের জন্য স্কুলে নতুন করে হাত ধোয়ার বেসিন, প্রতিদিন তাপমাত্রা মাপার জন্য ডিজিটাল জ্বর মাপার যন্ত্র, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কের ব্যবস্থা করা হয়েছে। অনেক দিন বিদ্যালয় বন্ধ থাকায় বিদ্যালয়ের মাঠ ও চারপাশে যে ময়লা-আবর্জনা তৈরী হয়েছিল তা পরিস্কার করা হয়েছে। রং-তুলি দিয়ে শ্রেণী কক্ষগুলো সাজিয়ে তোলা হয়েছে। স্মার্ট ক্লাসরুমগুলোও পরীক্ষামূলকভাবে চালু রাখা হয়েছে। শিক্ষার্থীদের খেলাধুলা নিশ্চিত করার জন্য বিদ্যালয়ের মাঠে স্থাপিত খেলাধুলার সামগ্রীগুলো ব্যবহার উপযোগী করা হয়েছে। মাঠের ঘাস নিধনের জন্য ব্যবহার করা হচ্ছে কীটনাশক।

  শিক্ষার্থী অনিন্দ্য, কাজী জীম, ফারজানা ইতি তাদের অভিব্যক্তি প্রকাশ করে জানায়, দীর্ঘ দিন পর স্কুল খোলায় তারা খুবই উচ্ছসিত ও আনন্দিত। বন্ধ থাকাকালীন সময়ে তারা অনলাইনে ক্লাস করলেও শ্রেণী কক্ষে এসে ক্লাস করার মজাটাই আলাদা। স্কুলে এসে তারা অনেক আনন্দ করতে পারবে।

  বালিয়াকান্দি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁদ সুলতানা বলেন, ‘দীর্ঘ দিন পর বিদ্যালয় খুলছে। সরকার নির্দেশিত সকল নির্দেশনা মেনে আমরা পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যালয় প্রস্তুত করে রেখেছি। এখন শুধু সময়ের ব্যাপার। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমীন করিমী আমার বিদ্যালয় পরিদর্শন করেছেন।’ 

  জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, আগামী ‘৯ই সেপ্টেম্বরের মধ্যে সকল বিদ্যালয়গুলোকে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে পরিপূর্ণ পরিস্কার-পরিচ্ছন্ন করতে হবে। ৯ই সেপ্টেম্বরের পর বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করা হবে। এর মধ্যে উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা বিভাগের কর্মকর্তারা বিষয়টি নজরদারীতে রাখছেন। আশা করছি সময় মতো আমরা বিদ্যালয়ের কার্যক্রম চালু করতে পারবো।’

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com