রাজবাড়ীর উজানচরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা॥অভিযুক্ত গ্রেপ্তার

দেবাশীষ বিশ্বাস || ২০২০-০৬-১৯ ০৫:৫৪:৪১

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের পূর্ব উজানচর নতুন পাড়া গ্রামের এক গৃহবধূ (৩৯)কে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। 
  পুলিশ অভিযুক্ত বক্কার শেখ (৪০)কে গতকাল ১৮ই জুন দুপুরে গ্রেফতার করেছে। সে একই গ্রামের (পূর্ব উজানচর নতুন পাড়া) ইউনুস শেখের ছেলে। 
  মামলার অভিযোগ সূত্রে প্রকাশ, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই গৃহবধূ বাড়ীর পাশের মাঠে ছাগলের জন্য ঘাস কাটতে যায়। একটি ধুঞ্চি ক্ষেতের মধ্যে ঘাস কাটার অবস্থায় বক্কার শেখ পিছন থেকে তাকে জাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করতে থাকে। এ সময় ওই গৃহবধূর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে বক্কার শেখ পালিয়ে যায়।
  গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ আশিকুর রহমান জানান, এ ব্যাপারে ওই গৃহবধূ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। অভিযুক্ত বক্কার শেখকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com