রাজবাড়ীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার || ২০২১-০৯-০৯ ১৪:৩৭:৪৮

image

রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ৪টি প্রতিষ্ঠানকে ১২ হাজার ৫শত টাকা জরিমানা করেছে।

  গত ৮ই সেপ্টেম্বর বিকালে রাজবাড়ী শহর ও কোলারহাট বাজারে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের মালিকদেরকে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুল্লাহ। 

  জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ বলেন, রাজবাড়ী শহর ও কোলারহাটের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় লাইসেন্স বিহীন ব্যবসা পরিচালনা করা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী রান্না, তৈরি, সংরক্ষণ, প্রদর্শন এবং বিক্রি করার দায়ে ৪টি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। এছাড়াও সরকারি আইন মানা ও স্বাস্থ্যবিধি পালনে জনগণের নির্দেশনা প্রদান করা হয়।

  এ অভিযানে সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানিটারী ইন্সেপক্টর সূর্য কুমার প্রামানিক ও রাজবাড়ী সদর থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com