রাজবাড়ীর ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে গোলাপ ফুল আর চকলেট দিয়ে শিক্ষার্থীদের বরণ

চঞ্চল সরদার || ২০২১-০৯-১২ ১৪:২৬:২৫

image

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ কিছুটা কমায় প্রায় দেড় বছর পর সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে।
  তারই ধারাবাহিকতায় গতকাল ১২ই সেপ্টেম্বর সকালে রাজবাড়ী শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয় খুললে শিক্ষার্থীদের গোলাপ ফুল ও চকলেট দিয়ে বরণ করে নেওয়া হয়। 
  বিদ্যালয়ের সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা মাস্ক পরে বিদ্যালয়ের প্রবেশ করছে। এ সময় তাদের শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে। এরপর তাকে একটি করে গোলাপ ফুল দেওয়া হচ্ছে। তারপর তারা স্বাস্থ্যবিধি মেনে শ্রেণী কক্ষে গিয়ে বসছে। এ সময় শিক্ষার্থীদের হাতে একটি করে চকলেট দেওয়া হয়।
  শিক্ষার্থীদের বরণ করতে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমি মোঃ সায়েফ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন ও সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহমান প্রমুখ।
  রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমি মোঃ সায়েফ বলেন, করোনার কারণে অনেক দিন পর স্কুল খুললো এতে আমরা সবাই খুশি। কিন্তু এখন আমাদের দায়িত্ব স্বাস্থ্যবিধি মেনে চলা। সবাইকে অবশ্যই মাস্ক পড়তে হবে। বার বার সবান দিয়ে হাত ধুতে হবে করোনা থেকে রক্ষা পেতে। করোনা যদি আর না বাড়ে সেই দিকে আমাদের সকলকে সচেতন হবে । আমরা একটু সচেতন হলেই করোনা থেকে রক্ষা পাবো। 
  তিনি আরো বলেন, বিদ্যালয়ের স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে শিক্ষকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। যদি তারা এখানে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যপারে ভূমিকা না রাখেন তাহলে সরকার থেকে যে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হয়েছে সেটা কার্যকর হবে না। 
  আলোচনার পরে ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেনের উদ্যোগে বিদ্যালয়ের প্রাঙ্গণে মুজিববর্ষে গাছের চারা রোপনের উদ্বোধন করা হয়। 
  উল্লেখ্য, শিক্ষা প্রতিষ্ঠান খোলায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com