পাংশার চর আফড়া স্লুইজগেট থেকে মৌকুড়ী পর্যন্ত চন্দনা নদীতে অবৈধ বাঁধ দিয়ে চলছে মাছ শিকার

মোক্তার হোসেন || ২০২১-০৯-১৩ ১৪:৪৬:২৪

image

রাজবাড়ী জেলার পাংশায় চর আফড়া স্লুইজগেট থেকে মৌকুড়ী পর্যন্ত চন্দনা নদীতে একাধিক অবৈধ বাঁধ দিয়ে মাছ শিকারের মহোৎসব চললেও মৎস্য বিভাগ নীরব দর্শকের ভূমিকা পালন করছে।

  জানা যায়, চরআফড়া স্লুইজগেটের অদূরে জাফরপুর-রায়নগর সীমান্তে এবং মৌকুড়ী প্রাইমারী স্কুলের অদূরে দুলাল পালের ঘাট নামক স্থানে চন্দনা নদীতে বাঁধ দিয়ে সুতি জাল ফেলে অবাধে মাছ শিকারের মহোৎসব চলছে। উন্মুক্ত খালে অবৈধ ভাবে বাঁধ দিয়ে মাছ ধরায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত ১২ই সেপ্টেম্বর দুপুরে সরেজমিন চন্দনা নদীতে অবৈধ বাঁধ দিয়ে মাছ শিকারের মহোৎসবের তথ্য জানা গেছে।

  এ ব্যাপারে পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উন্মুক্ত খালে বাঁধ দিয়ে মাছ ধরা অবৈধ। তাই অবৈধ বাঁধ উচ্ছেদসহ বাঁধ দিয়ে মাছ শিকারের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com