র‌্যাবের অভিযানে রাজবাড়ী রেল স্টেশন থেকে হেরোইনসহ পাচারকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার || ২০২১-০৯-১৩ ১৪:৫২:২০

image

র‌্যাবের অভিযানে রাজবাড়ী রেল স্টেশন থেকে ২১৫ গ্রাম হেরোইনসহ তৌহিদুল ইসলাম (৫৯) নামে এক মাদক পাচারকারী গ্রেপ্তার হয়েছে। 
   গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৩ই সেপ্টেম্বর দুপুরে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল রাজবাড়ী রেল স্টেশনে ওৎ পেতে থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত তৌহিদুল ইসলাম রাজশাহীর বোয়ালিয়া থানাধীন তেরখাদিয়া গ্রামের মৃত বজলার রহমানের ছেলে। 
  র‌্যাব জানায়, একজন মাদক ব্যবসায়ী কুষ্টিয়া টু রাজবাড়ী রেলপথ ব্যবহার করে ট্রেনযোগে মাদকের চালান নিয়ে রাজবাড়ী জেলার উদ্দেশ্যে আসছে মর্মে তাদের কাছে গোপন সংবাদ ছিল। সে অনুযায়ী রাজবাড়ী রেল স্টেশনে ওৎ পেতে থাকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে রাজবাড়ী জিআরপি (রেলওয়ে) থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।  

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com