মানবাধিকার সংগঠন হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের উদ্যোগে গত ১২ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কসের মামুন টিউটোরিয়ালে ৯ম বর্ষের ১ম ফ্লু ভাইরাস বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ফ্রি প্রতিষেধক টিকা প্রদান করা হয়।
স্থানীয় সময় দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ক্যাম্পেইন চলাকালে আমেরিকা প্রবাসী বিভিন্ন বয়সী বাংলাদেশীরা টিকা গ্রহণ করেন।
প্রধান অতিথি টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ১নং সদস্য মিসেস শাহানারা রহমান।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং প্রথম টিকা গ্রহণ করেন হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের সভাপতি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক ও বাংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি ইউএসএ ইনক্ এর সভাপতি মোঃ সোলায়মান আলী।
এ সময় কমিউনিটির বিশিষ্ট সাংবাদিক ও নেতৃবৃন্দের মধ্যে ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি আঃ শহীদ, ইউএসএ নিউজ অনলাইন ডট কমের সম্পাদক শাখাওয়াত হোসেন সেলিম, প্রবাস নিউজ ডট কম ও ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শামীম আহমেদ, মামুন টিউটোরিয়ালের পরিচালক ডাঃ ফয়সাল আহমেদ, হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের সাধারণ সম্পাদক তপন কুমার সেন, বাংলাদেশী আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি ইউএসএ ইনক্ এর সাধারণ সম্পাদক মোঃ শামীম মিয়া, ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা শেখ জামাল হোসেন, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহানারা আলী, হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের কোষাধ্যক্ষ সুশান্ত দে, সদস্য এডঃ জীবন কৃষ্ণ মন্ডল, কফিল উদ্দিন চৌধুরী, শামল কান্তি চন্দ্র, হৃদয় মিয়া ও রেশমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
নতুন প্রজন্মের মধ্যে বক্তব্য রাখেন আমেরিকান স্ট্যাডিজ অ্যাট লেহম্যান কলেজ হাই স্কুলের ছাত্রী সামিহা বি আলী। প্রতি বছরের ন্যায় এবারও ওয়ালগ্রীন ফার্মেসীর ম্যানেজার ফার্মাসিস্ট মিস এনচনিও ওকেইন ও টেকনিশিয়ান এনডার্সন স্বাস্থ্যবিধি মেনে ফ্লু ভাইরাসের প্রতিষেধক টিকা প্রদান করেন।
প্রতি বছর উত্তর আমেরিকার হাজার হাজার মানুষ ফ্লু ভাইরাসে মারা যান। এ অবস্থায় ‘মানুষ মানুষের জন্য’ শ্লোগানকে সামনে রেখে হিউম্যান সাপোর্ট কর্পোরেশন বিনামূল্যে এই টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করে আসছে। কোভিড-১৯ কালীন সময়ে এই ভ্যাকসিন অধিক কার্যকরী ভূমিকা পালন করে বলে বিশেষজ্ঞতা মতামত দিয়েছেন। ফ্লু মৌসুমে নিজ উদ্যোগে চিকিৎসকের কাছে বা ক্লিনিকে গিয়েও এই টিকা গ্রহণ করা যায়।
হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের উদোগে এ বছরের ২য় টিকাদান কর্মসূচী আগামী ২৬শে সেপ্টেম্বর স্থানীয় সময় বিকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত নিউইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারের ২য় তলায় অনুষ্ঠিত হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com