গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মইনুল হক মৃধা || ২০২১-০৯-১৪ ১৪:৪৭:২৭

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা গত ১৩ই সেপ্টেম্বর সকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।

  কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুল হকের সভাপতিত্বে সভায় কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ মাহমুদ, কামরুল ইসলাম সরকারী কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর, উজানচর ইউপির চেয়ারম্যান আবুল হোসেন ফকির, ছোট ভাকলা ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেন, দেবগ্রাম ইউপির চেয়ারম্যান হাফিজুল ইসলাম, দৌলতদিয়া ইউপির চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল ও গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।

  গোয়ালন্দ ঘাট থানার সভায় ওসি আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, গত রবিবার রাতে দৌলতদিয়া পতিতাপল্লী থেকে মদ খেয়ে মাতলামী করে পরিবেশ নষ্ট করার সময় ৪জন যুবককে গ্রেপ্তার করা হয়। তাদের একজন অভিভাবক আটককৃত ছেলেকে ছাড়াতে থানায় এসে বলেন, ‘আমার ছেলে একটু মদ-ই তো খেয়েছে। মদ খেয়ে না হয় একটু মাতলামী করেছে। চুরি-ডাকাতি তো করেনি। তাহলে ছাড়বেন না কেন ?’ 

  তিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে নম্বর বিহীন মোটর সাইকেল নিয়ে তরুণরা আড্ডা ও মহড়া দিয়ে থাকে। পুলিশ এদেরকে অনেকবার আটকও করেছে। কিন্তু থানা পর্যন্ত আনতে না আনতেই অসংখ্য ফোন আর তদবীরকারীদের সুপারিশের কারণে বাধ্য হয়ে পথেই তাদেরকে ছেড়ে দিতে হয়েছে। এ অবস্থা হলে আপনারাই বলুন কীভাবে কাজ করবো? এক্ষেত্রে আপনাদের আগে ঠিক হতে হবে। তদবির আর সুপারিশ করা বন্ধ করুন। আমরা পুলিশ। আমরা চাই সব সময় ভালো কাজ করতে। সমাজের সকলে আমাদের সহযোগিতা করলে আমরা ভালো কিছু করতে পারব। 

  উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুল হক বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় সমাজে অনেক ভালো কিছু করা সম্ভব। সকলের সহযোগিতায় সমাজের নানা অপরাধ-অপকর্ম দমন করা সম্ভব।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com