রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গান্ধিমারা বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখা (আউটলেট) উদ্বোধন করা হয়েছে।
গতকাল ১৭ই সেপ্টেম্বর বিকালে গান্ধিমারা বাজারের জাহিদ মার্কেটের দ্বিতীয় তলায় প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে আউটলেটের উদ্বোধন করেন কালুখালী থানার ওসি মোঃ নাজমুল হাসান। ব্যাংক এশিয়ার পাংশা ব্রাঞ্চের ম্যানেজার মোঃ রাশেদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (এজেন্ট ব্যাংকিং ডিভিশন) আক্তার হোসেন, ফরিদপুর রিজিওনাল ম্যানেজার (এজেন্ট ব্যাংকিং ডিভিশন) সাইফুর রহমান, হেড অব ক্রেডিট এডমিন আব্দুর রাজ্জাক, বেলগাছী বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আজিজ, পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে কালুখালী থানার ওসি মোঃ নাজমুল হাসান বলেন, গান্ধিমারা বাজার ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং শাখাটি জনগণের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিবে। তিনি এজেন্ট ব্যাংকিং শাখাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
ব্যাংকের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার (এজেন্ট ব্যাংকিং ডিভিশন) আক্তার হোসেন বলেন, ব্যাংক এশিয়ার শাখা নেই এমন অঞ্চলে ব্যাংকিং সেবা দিতে এজেন্ট ব্যাংকিং চালু করা হচ্ছে। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন ধরনের হিসাব খোলা, নগদ জমা ও উত্তোলন করতে পারবেন। এছাড়া বিদেশ থেকে আসা রেমিট্যান্স প্রদান, ইউটিলিটি বিল পরিশোধ, ব্যাংক এশিয়ার যে কোন শাখার অ্যাকাউন্টে তহবিল স্থানান্তর, অ্যাকাউন্টে ব্যালেন্স জানা, অনলাইন ব্যাংকিংসহ যে কোন ধরনের সেবা নিতে পারবে।
গান্ধিমারা বাজার আউটলেটের পরিচালক ও দাদপুর (বেলগাছী) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন খাজা বলেন, মানুষের দোরগাড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার জন্য এই এজেন্ট ব্যাংকিং আউটলেট জনগণের সেবায় নিয়োজিত থাকবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com