রাজবাড়ী পোল্ট্রি ফিড ও মেডিসিন পরিবেশক সমিতির কমিটি গঠন

হেলাল মাহমুদ || ২০২১-০৯-১৮ ১৪:৩২:৪৭

image

নবগঠিত রাজবাড়ী পোল্ট্রি ফিড ও মেডিসিন পরিবেশক সমিতির সাধারণ সভায় কমিটি গঠন করা হয়েছে। 

   গতকাল ১৮ই সেপ্টেম্বর দুপুরে রাজবাড়ী শহরের রত্না কমিউনিটি সেন্টারে এই সভার আয়োজন করা হয়। সভায় নবগঠিত পোল্ট্রি ফিড ও মেডিসিন পরিবেশক সমিতির লক্ষ্য-উদ্দেশ্য ও বিদ্যমান সমস্যা তুলে ধরার পর সদস্যদের মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়। ১৭ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে চৌধুরী আবুল কালাম আজাদ সভাপতি, মোস্তাফিজুর রহমান, মাকসুদুর রহমান, আব্দুস সালাম হিরু ও কানাই কুন্ডু সহ-সভাপতি, আব্দুর রহমান মিয়া সাধারণ সম্পাদক, আনোয়ার হোসেন, মাসুদ মিয়া ও মোহাম্মদ আলী বাবু যুগ্ম-সাধারণ সম্পাদক, মোর্শেদ আলম সাংগঠনিক সম্পাদক, আল আমিন কোষাধ্যক্ষ, নূরুল হক দপ্তর সম্পাদক, মোঃ সজীব প্রচার সম্পাদক এবং সুলতান হোসেন  লিখন, আজাহার উদ্দিন, জুবায়ের বেগ ও মেহেদী হাসান কার্যকরী সদস্য নির্বাচিত হন। এছাড়াও আজিজ সদর, নারু চক্রবর্তী, আব্দুস সালাম, মাইনুল কাজী, আবুল কালাম আজাদ, ভাস্কর চন্দ্র দাস ও আব্দুল মান্নানকে  উপদেষ্টা করে ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। সভায় রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার ৪৭ জন পোল্ট্রি ফিড ও মেডিসিন পরিবেশক উপস্থিত ছিলেন।  

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com