বর্ধিত সভা ও সম্মেলনকে সামনে রেখে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত

দেবাশীষ বিশ্বাস || ২০২১-০৯-১৮ ১৪:৩৯:২৭

image

বর্ধিত সভা ও সম্মেলনকে সামনে রেখে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বাতিল হয়ে যাওয়া সভা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

   গতকাল ১৮ই সেপ্টেম্বর সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে বর্তমান কমিটির মৃত্যুবরণ করা সদস্যদের জন্য শোক প্রস্তাব আনা হয়। সভায় জেলা আওয়ামী লীগের আসন্ন বর্ধিত সভা ও সম্মেলন সফল করাসহ সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

   সভা শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম সাংবাদিকদের বলেন, আগামী ২১শে সেপ্টেম্বর জেলা শিল্পকলা একাডেমীতে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেঃ কর্ণেল (অবঃ) ফারুক খান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দোলেয়ার হোসেন এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের  সদস্য সানজিদা খানম এমপি। গঠনতন্ত্র মেনে জেলা আওয়ামী লীগের উক্ত বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। 

   জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বলেন, বর্ধিত সভা উপলক্ষে গঠনতন্ত্র মেনে জেলা আওয়ামী লীগ এবং উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আরো বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ কমায় মাঠের রাজনীতি শুরু হয়েছে। আগামী মাসে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের প্রস্তুতিসহ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা শুরু হয়েছে।

   উল্লেখ্য, আমন্ত্রণ পত্রে ত্রুটি থাকায় গত ১১ই সেপ্টেম্বর দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত সভা শুরুর পর বাতিল করা হয়। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com