কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের রূপসা মেধা চয়ন একাডেমীর মেধাবী শিক্ষার্থীদের গতকাল ৮ই মে সকালে বৃত্তি প্রদান করা হয়েছে।
রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফার ভাই মেহেদী হাসানুল চয়ন করিম-এর ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে চেয়ারম্যান নিলুফা একাডেমীর ১ম শ্রেণী থেকে ১০ম শ্রেণীর ২০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে এই বৃত্তির অর্থ বিতরণ করেন।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ নুরুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই বৃত্তির অর্থ তুলে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে চেয়ারম্যান নিলুফার স্বামী রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডঃ মোঃ শফিকুল আজম মামুন, মেধা চয়ন একাডেমীর প্রধান শিক্ষক রাজিব সরকার ও বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বৃত্তি প্রদান শেষে পার্শ্ববর্তী মসজিদে প্রয়াত মেহেদী হাসানুল চয়ন করিমের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং চেয়ারম্যান নিলুফার পক্ষ থেকে রূপসা মেধা চয়ন একাডেমী ও বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম উচ্চ বিদ্যালয়ের ২১ জন শিক্ষকের মধ্যে ঈদ উপহার হিসেবে সম্মানী ভাতা প্রদান করা হয়। এছাড়াও বিকালে চেয়ারম্যান নিলুফার পক্ষ থেকে তার রূপসা গ্রামের বাড়ীতে স্থানীয় দুস্থ-অসহায় ১শত পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com