গোপালগঞ্জের মুকসুদপুরে গাড়ী চাপায় রাজবাড়ীর আসাদুর রহমান মিঠু (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
গত ১৮ই সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিঠু রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে।
আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসান জানান, পুলিশ কনস্টেবল মিঠু গোপালগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত ছিল। বাড়ীতে ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছিল। শনিবার সন্ধ্যা ৭টার দিকে সে মোটর সাইকেলযোগে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় এবং রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জের পুরান মুকসুদপুর এলাকায় দুর্ঘটনায় পতিত হয়। বিপরীত দিক থেকে একটি গাড়ী চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু। লাশের ময়নাতদন্তের শেষে গোপালগঞ্জে প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বাড়ীতে নিয়ে আসার পর আজ রবিবার বাদ মাগরিব দ্বিতীয় জানাযার নামাজ শেষে তার লাশ দাফন করা হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com