রাজবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সিগারেটের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে দুই দোকানীরা জরিমানা

স্টাফ রিপোর্টার || ২০২১-০৯-১৯ ১৪:২২:৪৬

image

রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের নেতৃত্বে গতকাল ১৯শে সেপ্টেম্বর বিকালে সদর উপজেলার চন্দনী বাসস্ট্যান্ড ও বাগমারা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। 
   অভিযানকালে সিগারেটের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ৫(৪) ধারায় জাকির হোসেন নামে এক দোকানীকে ২ হাজার টাকা এবং সুমন মিয়া নামে একজন দোকানীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অভিযানকালে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও ক্রেতাদের অবশ্যই মাস্ক পরাসহ সরকার ঘোষিত সব ধরনের স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশনা দেয়া হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক, জেলা প্রশাসনের পেশকার আফতাব উদ্দিন প্রামানিক এবং এসআই সনাতন কুমার মন্ডলের নেতৃত্বে রাজবাড়ী থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com