পদ্মায় জেলের জালে ৩৫ কেজির বাঘাইড়

মইনুল হক মৃধা || ২০২১-০৯-২০ ১৪:১৬:৫৬

image

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা-যমুনা নদীর মোহনায় গতকাল ২০শে সেপ্টেম্বর বিকালে নুরু হালদারের জালে ৩৫ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।
  পরে সন্ধ্যার দিকে বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে বিক্রয়ের উদ্দেশ্যে আনলে সেখানে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসাবে সম্রাট শাহজাহান  ১হাজার ২'শ ৫০টাকা কেজি দরে ৪৩হাজার ৭শ ৫০ টাকায় মাছটি কিনে নেন। পরে তিনি ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১৩শ ৫০ টাকা কেজি দরে মোট ৪৭ হাজার ২শ ৫০ টাকায় বিক্রি করেন। 
মাছটির ক্রেতা সম্রাট শাহজাহান বলেন, পদ্মা নদীর বাঘাইড় মাছের প্রচুর চাহিদা থাকায় এর দামও বেশী। মাছটি কিনে ঢাকার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজিতে ১০০ টাকা লাভে বিক্রি করেছি। মাছটি লাভে বিক্রি করতে পেরে খুবই ভাল লাগছে।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল শরীফ জানান, এখন বর্ষা মৌসুম। এ মৌসুমে পদ্মা নদীতে  বড় বড় বাঘাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙ্গাসসহ  বিভিন্ন প্রজাতির মিঠা পানির স্স্বুাদু মাছ পাওয়া যাবে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com