সংগ্রামী ছাত্র কাকন মিয়ার জীবনের গল্প

আসাদুজ্জামান নুর || ২০২১-০৯-২১ ১৪:০৩:০০

image

কিশোর কাকন মিয়ার বয়স ১৪ বছর। বাড়ী ময়মনসিংহে। সেখানকার পুটিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র সে। 
   করোনায় স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর দরিদ্র পরিবারকে সহযোগিতা করতে নেমে পড়েছিল হাওয়াই মিঠাই বিক্রি করতে। বর্তমানে স্কুল খুললেও তার লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছে। গতকাল ২১শে সেপ্টেম্বর দুপুরে রাজবাড়ী শহরের পান্না চত্ত্বর এলাকায় কথা  হয় তার সাথে। এ সময় সে তার জীবনের গল্প শোনায়। 
   কাকন মিয়া জানায়, করোনায় স্কুল বন্ধ হয়ে গেলে সে বাড়ীতেই থাকতো। তার আরো ৩টি বোন আছে। বাবা কৃষি শ্রমিকের কাজ করে। তার একার উপার্জনে সংসার ভালোমতো চলে না। তাই পরিবারকে সহযোগিতা করার জন্য সে হাওয়াই মিঠাই বিক্রি করা শুরু করে। ৩/৪ মাস আগে এলাকার আরো ৬ কিশোরের সাথে রাজবাড়ীতে এসে রেলস্টেশনের পাশে একটি রুম ভাড়া করে থেকে হাওয়াই মিঠাই ও শিশুদের খেলনা বিক্রি শুরু করে। নিজেরাই রান্না করে খায়। নদীর পাড়সহ রাজবাড়ী শহরের বিভিন্ন স্থানে হাওয়াই মিঠাই ও শিশুদের খেলনা বিক্রি করে ৫-৬শত টাকার মতো আয় হয়। এর থেকে নিজের থাকা-খাওয়ার খরচ চালায়, বাকীটা বাড়ীতে পাঠায়। তবে তার খুব ইচ্ছা আবারও স্কুলে যাওয়ার, লেখাপড়ার করার। এ জন্য বাড়ীর লোকজন ও স্কুলের স্যারদের ফোন দিয়ে কথাও বলেছে। খুব তাড়াতাড়িই সে বাড়ী চলে যাবে। কাকন মিয়া যখন এই কথাগুলো বলছিল তখন তার চোখে-মুখে ছিল বিষাদের ছাপ।  

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com