রাজবাড়ী জেলার গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি শামীম শেখ(৪২) ও তার স্ত্রী সামিয়া ফারহানা লিপি(৩৫) করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। আজ ২০শে জুন বিকেলে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
সাংবাদিক শামীম শেখ সাংবাদিকতা ছাড়াও দৌলতদিয়া মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক। তিনি গোয়ালন্দ পৌরসভার কলেজ পাড়া এলাকার বাসিন্দা।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ মাহমুদ জানান, আজ শনিবার ২৩ জনের করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গিয়েছে। এর মধ্যে ৪জনের পজিটিভ। সাংবাদিক শামীম শেখ ও তার স্ত্রী ছাড়াও অপর ২জনের একজন হাসপাতালের স্টাফ(রাঁধুনি) ও আরেকজন সদর উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত গোয়ালন্দ উপজেলায় ৪২৫টা নমুনার মধ্যে এ নিয়ে ৩৫ জন করোনা পজিটিভ হলো। আক্রান্ত কয়েকজন সদর উপজেলার বাসিন্দা হওয়ায় তাদের দায়িত্ব সদর উপজেলার স্বাস্থ্য বিভাগের কাছে দেওয়া হয়েছে। বাকীরা বেশির ভাগই সুস্থ্য আছেন। তবে, যেভাবে করোনা ছড়াচ্ছে, তাতে সবার আরও সাবধান হওয়া প্রয়োজন বলে তিনি জানান।
সাংবাদিক শামীম শেখ জানান, তার স্ত্রী ঠান্ডা জ্বরে আক্রান্ত হওয়ায় গত ১৪ই জুন তার দু’জনই পরীক্ষার জন্য স্বাস্থ্য বিভাগের কাছে নমুনা দেন। আজ শনিবার পরীক্ষার ফলাফলে পজেটিভ আসে। তার দুইজনই বর্তমানে সুস্থ্য আছেন জানিয়ে তিনি সকলের দোয়া কামনা করে বলেন তারা নিজ বাড়ীতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, শামীম শেখ জেলায় করোনা আক্রান্ত গণমাধ্যমের কর্মীদের মধ্যে ২য় ব্যক্তি। এর আগে গত ১৬ই জুন কালুখালী উপজেলার সাংবাদিক মোঃ ফজলুল হক ফজলু(৪২) প্রথম করোনায় আক্রান্ত হন। তিনি জাতীয় দৈনিক যায়যায়দিন ও ডেইলী নিউনেশনের কালুখালী উপজেলা প্রতিনিধি। এছাড়াও তিনি কালুখালী প্রেসক্লাবের একাংশের সভাপতি। তার বাড়ী জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউপির পাকশিয়া গ্রামের বাসিন্দা হলেও পেশাগত কারণে রতনদিয়াতে(কালুখালী থানা সংলগ্ন এলাকায়) বসবাস করেন। তিনিও নিজ বাড়ীতে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com