রাজবাড়ী শহরের বড়পুলের আরোগ্য ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার || ২০২১-০৯-২৩ ১৪:৩৩:১৪

image

স্বাস্থ্য সেবার মানোন্নয়নে রাজবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। 

   জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে গতকাল ২৩শে সেপ্টেম্বর সকালে রাজবাড়ী শহরের কয়েকটি বেসরকারী ক্লিনিকে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

 অভিযানকালে যথাযথভাবে স্বাস্থ্য সেবা প্রদান না করা এবং দায়িত্বে অবহেলায় স্বাস্থ্য ও প্রাণহানীর মতো কার্যক্রম পরিচালনার দায়ে শহরের বড়পুল এলাকার আরোগ্য ক্লিনিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়। এছাড়াও অভিযানকালে সরকারী আইন মেনে চলা, যথাযথভাবে স্বাস্থ্য সেবা প্রদান করা ও স্বাস্থ্য বিধি পালনের জন্য ক্লিনিকগুলোর কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়। সিভিল সার্জনের কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডাঃ নুজহাত সুলতানা, জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক এবং এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে রাজবাড়ী থানা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com