গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালতে দুই জন গাঁজাসেবীর ৩ মাস করে জেল

স্টাফ রিপোর্টার || ২০২১-০৯-২৫ ১৫:৫০:০৬

image

রাজবাড়ীর গোয়ালন্দে ২ জন গাঁজাসেবীকে ৩ মাস করে জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

   মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি টিম গত ২৪শে সেপ্টেম্বর দুপুরে গোয়ালন্দ উপজেলার জামতলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পরে তাদেরকে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলামের নিকট হাজির করা হলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাদের প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম জেল প্রদান করেন। এরপর তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। সাজাপ্রাপ্ত গাঁজাসেবীরা হলো-রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের মৃত লালচাঁদ শেখের ছেলে রাশেদুল শেখ (৩২) ও একই গ্রামের জয়নাল বিশ্বাসের ছেলে আরজু বিশ্বাস (২৯)।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com