রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদের হলরুমে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৭শে সেপ্টেম্বর বিকেলে বালিয়াকান্দি উপজেলা পূজা উদযাপন পরিষদ এ মতবিনিময় সভার আয়োজন করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান ও বালিয়াকান্দি কেন্দ্রীয় মহাশশ্বানের সভাপতি যোগেশ চন্দ সমাদ্দার বক্তব্য রাখেন।
সভায় উপজেলার সাতটি ইউনিয়নের শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি অসিত কুমার রায়, শংঙ্কর কুমার সাহা, দীনেন্দ্র নাথ বিশ্বাস, নৃপেন্দ নাথ বিশ্বাস, গোবিন্দ কুমার বিশ্বাস, কমল কান্তি সাহাসহ উপজেলা ও ইউনিয়ন পূজা উদ্যাপনের নেতা কর্মী ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রামগোপাল চট্টোপধ্যায় ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক নীতিশ চন্দ্র মন্ডল।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com