রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খৈমদ্দিন শিকদার (৩৯)কে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২৭শে সেপ্টেম্বর বেলা ১১টার দিকে এসআই মোজাম্মেল হকের নেতৃত্বে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল বাহিরচর দৌলতদিয়া সাহাদৎ মেম্বারের পাড়ার নিজ বাড়ীর সামনে থেকে তাকে গ্রেফতার করে। সে ওই এলাকার পরান শিকদারের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত খৈমদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে (কারাগারে) পাঠানো হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com