পাংশায় কয়েকটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে ডাঃ জিয়াউল হোসেন

মোক্তার হোসেন || ২০২০-০৬-২০ ১৪:১৮:১৮

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ২০শে জুন দুপুরে পৃথক ৩টি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন সদ্য যোগদানকৃত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউল হোসেন।
  জানা যায়, গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রথমে বাহাদুরপুর ইউপির সেনগ্রাম কমিউনিটি ক্লিনিক এরপর পর্যায়ক্রমে হাবাসপুর ইউপির হাবাসপুর ও চর ঝিকড়ী কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন তিনি। স্বাস্থ্য বিভাগের আওতায় ক্লিনিকে চলমান সংস্কার কার্যক্রম পর্যবেক্ষণসহ ক্লিনিকে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রমে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন ডাঃ মোঃ জিয়াউল হোসেন। 
  এ সময় তার সঙ্গে পাংশা উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ তৈয়বুর রহমান উপস্থিত ছিলেন।
  উল্লেখ্য, গত ২৩শে মে পাংশা হাসপাতালে ডাঃ আনজুয়ারা খাতুন সুমীর স্থলাভিষিক্ত হয়েছেন ডাঃ মোঃ জিয়াউল হোসেন। যোগদানের পর থেকে তিনি পাংশা হাসপাতালসহ উপজেলার বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্যসেবা কার্যক্রম নিশ্চিতকরণে কার্যকরী ভূমিকা রেখে চলেছেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com