বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, রাজবাড়ী জেলা শাখার আয়োজনে জেলা বার এসোসিয়েশনের নবাগত ১৯ জন আইনজীবীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল ২৯শে সেপ্টেম্বর বিকালে জেলা বার এসোসিয়েশন ভবনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরীর সভাপতিত্বে ও এডঃ শফিকুল আজম মামুনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে জজ কোর্টের পিপি এডঃ উজির আলী শেখ, জিপি এডঃ আনোয়ার হোসেন, জেলা বারের সম্পাদক আনিসুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিশেষ পিপি এডঃ উমা সেন, অতিরিক্ত পিপি এডঃ আবু বকর মিয়া, এডঃ নজরুল ইসলাম লাভলু প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে নবাগত আইনজীবীদের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানোসহ ডায়েরী ও কলম উপহার দেয়া হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com