রাজবাড়ীতে মজুদ শেষ হয়ে যাওয়ায় করোনার টিকা দেয়া বন্ধ রয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার (৩০শে সেপ্টেম্বর) রাজবাড়ী সদর হাসপাতালসহ জেলা-উপজেলার কেন্দ্রগুলোতে কিছু সংখ্যক করে টিকা দেয়ার পর মজুদ শেষ হয়ে গেলে টিকাদান কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। সদর হাসপাতালে প্রতিদিন যেখানে গড়ে ১৩-১৪শত করে টিকা দেয়া হয়, সেখানে বৃহস্পতিবারের দিন মাত্র ১৪৪ জনকে দেয়া সম্ভব হয়। একইভাবে জেলা-উপজেলা পর্যায়ের অন্যান্য কেন্দ্রগুলোতেও কিছুক্ষণ করে দেওয়ার পরই টিকা শেষ হয়ে যায়। নতুন করে টিকা আসার পর পুনরায় ১ম ও ২য় ডোজের টিকা দেয়া হবে।
সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গণটিকা কার্যক্রমের আওয়ায় গত ২৮ ও ২৯শে সেপ্টেম্বর ২ দিনে জেলায় প্রায় ৭০ হাজার জনকে টিকা দেয়া হয়। এর জেরে পরদিন ৩০শে সেপ্টেম্বর কিছু সংখ্যক মানুষকে দেয়ার পর টিকার মজুদ শেষ হয়ে যায়। এ জন্য শনি ও রবিবার ২ দিন টিকাদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আশা করছি এর মধ্যে টিকার চালান চলে আসবে। তখন আবার দেয়া শুরু হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com