করোনা ভাইরাস পরিস্থিতির কারণে রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের ৯শত দরিদ্র পরিবারের মধ্যে সরকারী ত্রাণ বিতরণ করা হয়েছে।
গতকাল ২১শে জুন সকালে রতনদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই ত্রাণ সামগ্রী (পরিবার প্রতি ১০ কেজি করে চাল, ১ কেজি করে ডাল ও ২ কেজি করে আলু) বিতরণ করা হয়। এ সময় রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, ট্যাগ অফিসার হিসেবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আঃ রশিদ, রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মল কুমার সাহা, ইউপি সচিব ও ওয়ার্ড সদস্যগণ উপস্থিত ছিলেন।
ত্রাণ সামগ্রী বিতরণকালে রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে সকলকে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সব ধরণের স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানান।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com