রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ

চঞ্চল সরদার || ২০২১-১০-০৩ ১৪:১০:০৬

image

রাজবাড়ীতে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। 
   গতকাল ৩ই অক্টোবর দুপুরে পুলিশ সুপার সম্মেলন কক্ষে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সালাহউদ্দিন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। হারানো মোবাইল ফোনগুলো পেয়ে সেগুলোর মালিকরা বলেন, আমরা মোবাইল ফোনের আশা ছেড়েই দিয়েছিলাম। কিন্তু পুলিশ ফোনগুলো উদ্ধার করে আমাদেরকে ফিরিয়ে দিল। এতে পুলিশের প্রতি আমাদের শ্রদ্ধা আরো বেড়ে গেল। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই।
   পুলিশ জানায়, মোবাইল ফোন হারানো সংক্রান্তে রাজবাড়ী জেলার বিভিন্ন থানায় বেশ কয়েকটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়। এসব জিডি তদন্ত করে ১৫টি মোবাইল উদ্ধার করা হয়। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com