সততা ও নিষ্ঠার সঙ্গে ৩৪ বছর পুলিশ বাহিনীতে চাকরী করে অবসরে গেলেন রাজবাড়ী থানার পুলিশ কনস্টেবল রফিকুল ইসলাম।
এ উপলক্ষে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের নির্দেশনায় ও রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেনের উদ্যোগে গত ৩রা অক্টোবর সন্ধ্যায় রাজবাড়ী থানায় প্রথমে তাকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়। এ সময় তার সকল সহকর্মীগণ উপস্থিত ছিলেন। তার মতো ভালো একজন সহকর্মীর বিদায় বেলায় সহকর্মীদের মাঝে আবেগঘন পরিবেশ তৈরি হয়। সহকর্মীরা তার হাতে ক্রেস্ট, পবিত্র কোরআন শরীফ ও জায়নামাজসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন। এরপর থানার সামনে থেকে ফুল ও বেলুন দিয়ে ওসি’র সুসজ্জিত গাড়ীতে করে তাকে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন গ্রামের নিজ বাড়ীতে পৌঁছে দেয়া হয়।
এ ব্যাপারে রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, রফিকুল ইসলাম অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। তিনি সকলের সাথে ভালো ব্যবহার করতেন। দীর্ঘ ৩৪ বছর তিনি মানুষকে তিনি সেবা দিয়েছেন। এ কারণে তার বিদায় বেলায় আমরা চেষ্টা করেছি তাকে সম্মানজনকভাবে বিদায় দিতে। তাকে এই ব্যতিক্রমী বিদায় দিতে পেরে আমাদের ভালো লাগছে। তিনিও এই ধরনের বিদায় পেয়ে খুশি হয়েছেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com