বিশ্ব বসতি দিবস উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা

আসাদুজ্জামান নুর || ২০২১-১০-০৪ ১৪:৪৬:৪৩

image

বিশ্ব বসতি দিবস উপলক্ষে ‘নগরীর কর্মপন্থা প্রয়োগ করি কার্বনমুক্ত বিশ্ব গড়ি’-শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের আয়োজনে গতকাল ৪ঠা অক্টোবর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
   গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক দিলসাদ বেগম, বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ, গোয়েন্দা সংস্থা এনএসআই’র উপ-পরিচালক মোঃ শরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মাহফুজুর রহমান। 
   প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, বিশ্বকে বাঁচানোর জন্য আমাদেরকে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে যে আমরা কোন অবস্থাতেই তাপমাত্রা বাড়তে দিব না। শহরায়ন ও নগরায়নের ভবন নির্মাণ করতে ন্যাচারাল রিসোর্সগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। পেট্রোল-ডিজেলের ইঞ্জিনের ব্যবহার কমাতে হবে। ইলেকট্রিসিটির ব্যবহার বাড়াতে পারলে অনেকাংশে কার্বন নিঃসরণ কমানো সম্ভব। বিশ্বটাকে সবাই মিলে যদি বাসযোগ্য না করি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম টিকে থাকতে পারবে না।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com